“কিছু বিপথগামী ছাড়া সবাই নৈতিক চরিত্রের অধিকারী” — ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

studentdal president rakibul islam

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “আমরা বলি না যে আমাদের শতভাগ নেতাকর্মী জোবায়েদ ও সাম্যের মতো। কিছু খারাপ আছে। কিন্তু কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী।”

রবিবার (২৬ অক্টোবর) জবি বিজ্ঞান অনুষদ মাঠে জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু এবং জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রাকিব আরও বলেন, “আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না, আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমাদের কোনো সমর্থককে অস্বীকার করি না—পদ না থাকলেও তাদের স্বীকার করি।”

তিনি জোবায়েদ হত্যার ঘটনাকে ন্যায়ের প্রশ্নে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল সব সময় প্রতিবাদ জানাবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১৪২ জন শহীদ হয়েছেন। অথচ সাম্য ও জোবায়েদের মতো নেতাকর্মীদের পরবর্তীতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসনের গড়িমসি আমাদের হতাশ করেছে।”

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “হাসিবুল দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য ভূমিকা রেখেছেন। তার সেই লক্ষ্য পূরণে আমাদের সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে জোবায়েদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

উপাচার্য আরও জানান, “জোবায়েদ হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সব দিক থেকে প্রচেষ্টা নেওয়া হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক প্রমুখ।