তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন

NCP

তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শাপলা প্রতীক বিধিমালায় না থাকায় ইসি স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

তিনি বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে। শাপলার বিষয়ে কমিশন এখনও আগের অবস্থানে আছে।”

শাপলা প্রতীক প্রসঙ্গে সচিব আরও বলেন, “কমিশন ইতিমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব আসেনি। কমিশন আগের সিদ্ধান্তেই অটল।”

অন্যদিকে, এনসিপি নেতারা শাপলা প্রতীক না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমরা আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি—তারা বলেছেন, শাপলা প্রতীকে কোনো আইনগত বাধা নেই। কিন্তু ইসি যদি এটি না দেয়, তাহলে আমরা কমিশনের নিরপেক্ষতায় আস্থা রাখতে পারব না।”

তিনি আরও বলেন, “শাপলা প্রতীক পাওয়ার জন্য যদি রাজপথে নামতে হয়, তাহলে আমরা শুধু প্রতীকের জন্য নয়, নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আন্দোলন করব।”