আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

nazmul hossain shanto bangladesh test captain

আবারও বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্যন্ত সাদা পোশাকে টাইগারদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই বাঁহাতি ব্যাটার।

শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শান্তকে পুনরায় টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করে।

চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে নতুন অধিনায়ক নিয়ে জোর আলোচনা চলছিল ক্রিকেট মহলে।

গুঞ্জন ছিল, টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনায় ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও লাল বলের নেতৃত্ব শান্তর হাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নাজমুল হোসেন শান্ত ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। তার অধীনে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে নতুনভাবে সাজানো টেস্ট দল নিয়ে বড় সাফল্যের প্রত্যাশা করছে বোর্ড।