সারাদেশে ডিম–মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা

bangladesh poultry production halt

করপোরেট সিন্ডিকেটের প্রভাব ও সরকারের নীরবতায় দেশের পোল্ট্রি খাত চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটির দাবি, করপোরেট প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া বাজার দখলের কারণে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারছেন না, ফলে পুরো খাত ধ্বংসের মুখে পড়েছে।

শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে পর্যায়ক্রমে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ থাকবে।

বিপিএ জানায়, দেশের পোল্ট্রি খাতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী ও ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক। কিন্তু করপোরেট সিন্ডিকেটের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের কারণে এই বৃহত্তম কৃষিভিত্তিক খাত এখন মারাত্মক সংকটে রয়েছে।

সংগঠনটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে—

  1. করপোরেট সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করা;
  2. কর্পোরেট প্রভাবমুক্ত ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তোলা;
  3. প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করা;
  4. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন চালু করা;
  5. উৎপাদন খরচ অনুযায়ী ১০ শতাংশ লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ;
  6. ক্ষতিগ্রস্ত খামারিদের জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি প্রদান;
  7. দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

বিপিএর পক্ষ থেকে আরও বলা হয়, সরকারের কার্যকর পদক্ষেপ না এলে পোল্ট্রি খাতের সঙ্গে যুক্ত লাখো মানুষ বেকার হয়ে পড়বে এবং দেশে প্রোটিনের সংকট দেখা দিতে পারে।