প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদ প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণ, গণভোটের দাবি এবং জাতীয় পার্টিকে (জাপা) ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যায়িত করেছেন।
বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে জামায়াত তাদের দেওয়া ১৮ দফা প্রস্তাবের সর্বশেষ অগ্রগতি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানতে চায়। দলটি ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে এবং সময়সূচি পরিবর্তন না করার অনুরোধ জানিয়েছে।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিয়ে আলোচনা হয় বৈঠকে। জামায়াত জানায়, পরীক্ষামূলকভাবে চালু হওয়া অ্যাপসটি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন এটি ভোটার নিবন্ধনের জন্য, আবার কেউ ভাবছেন ভোট দেওয়ার জন্য।
এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, “১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া রেজিস্ট্রেশনটি আসলে ভোট দেওয়ার জন্য, ভোটার হওয়ার জন্য নয়। আমরা আশা করি কমিশন ব্যাপক প্রচার চালাবে, যাতে প্রবাসী ভোটাররা সচেতন হতে পারেন।”
তিনি আরও বলেন, “গণভোট নিয়ে আমাদের আন্দোলন চলমান রয়েছে। জুলাই সনদ অধ্যাদেশ নয়, এটি আদেশ আকারে জারি করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে এটি আইনি ভিত্তি পাবে।”
হামিদুর রহমান আযাদ জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে গণভোটের দাবিতে স্মারকলিপি প্রদান করবে জামায়াত।
তিনি আরও বলেন, “সংস্কার ও নির্বাচনের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আটটি দল একত্রিত হয়েছে। এটি কোনো জোট নয়, বরং যুগপৎ আন্দোলন। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জোট গঠন হয়নি।”
জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাপার সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। তারা ফ্যাসিস্টের দোসর, নাম্বার ওয়ান ফ্যাসিস্ট দলের সহযোগী। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।”
