চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ

chattogram bnp candidate ershad ullah

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একই ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রুপের সদস্যরা এই হামলা চালিয়ে থাকতে পারে। তাদের মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন,
“এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, বিস্তারিত তদন্ত চলছে।”