ক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর গত ৯ মাসে প্রায় ৮০ হাজার নন–ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নেন। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রকে “অবৈধ অভিবাসীমুক্ত” করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে সে লক্ষ্যে একাধিক নির্বাহী আদেশ জারি করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব ৮০ হাজার মানুষের ভিসা বাতিল হয়েছে, তাদের সবাই অবৈধ অভিবাসী নন। অনেকে বৈধ অস্থায়ী বা খণ্ডকালীন ভিসাধারী ছিলেন।
বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে— ১৬ হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয়, ১২ হাজার জনের সহিংসতা বা হামলার অভিযোগে, এবং ৮ হাজার জনের ভিসা বাতিল হয়েছে চুরির ঘটনায়।
এক কর্মকর্তা রয়টার্সকে জানান, “যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের অর্ধেকের বেশি এই তিন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত।”
বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গত আগস্টে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, আইন ভঙ্গ ও ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ ছিল।
গত মে মাসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, “যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করা হচ্ছে। এই প্রক্রিয়া চলমান থাকবে।”
ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের পর দেশজুড়ে অভিযান শুরু হয়। এতে পুলিশ, কাস্টমস পুলিশ ও আধাসামরিক বাহিনী অংশ নেয়। অভিযানকালে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
