দেশে পেঁয়াজের কোনো ঘাটতি না থাকলেও পুরনো সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, স্বস্তির বাজারকে নষ্ট করতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে।
রাজধানীর কারওয়ান বাজারের আড়তদার মো. জালাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘দেশি পেঁয়াজের সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। আড়তে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।’
অন্যদিকে, পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, ‘এখন পেঁয়াজের সংকট চলছে। কৃষকের হাতে পেঁয়াজ নেই। এতে লাফিয়ে বাড়ছে দাম। ভারতে এখন পেঁয়াজ মাত্র ১৫ টাকা কেজি, তাই বাজার স্থিতিশীল রাখতে দ্রুত আমদানির বিকল্প নেই।’
উৎপাদন এলাকা পাবনায়ও পেঁয়াজের দাম চড়া। পাবনা আঞ্চলিক প্রতিনিধি জানান, গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ থেকে ১১০ টাকায়। দেশের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদন এলাকা হওয়ায় এখানকার দামের প্রভাব সারাদেশে পড়ছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। গতকাল সকালে বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে তিন হাজার ৭০০ থেকে চার হাজার ১০০ টাকায়। এর প্রভাব ইতোমধ্যে খুচরা বাজারেও পড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেটের কারসাজি রোধে সরকার দ্রুত আমদানির উদ্যোগ না নিলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।
