গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে প্রচার করেছেন বড় ভাই। বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে তোলপাড় শুরু হয় এবং ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) রিকশায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন যে, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর পানের বরজে ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি হবে।
এমন ঘোষণায় হতবাক গ্রামবাসী। স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা—এটা আগে কখনও শোনা যায়নি।”
প্রতিবেশী হামিদা খাতুন বলেন, “আমরা নিজের কানে শুনেছি, কুদ্দুস ভাই জুমার পর ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে মাইকে ঘোষণা দিচ্ছিলেন।”
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি ভুট্টু জানান, “ঘটনার খবর পেয়ে আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।”
