অন্তর্বর্তী সরকার এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়— এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন,
“খুব স্পষ্টভাবে বলতে চাই—নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন,
“সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছিলাম। গত এক বছর তারা সংস্কারের পথ তৈরি করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্তের নামে নির্বাচন বিলম্বিত করার ইঙ্গিত দেওয়া হচ্ছে— যা গ্রহণযোগ্য নয়।”
মির্জা ফখরুল বলেন,
“একটি রাজনৈতিক দল জোট গড়ে নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলছে। আমরা বলেছি—গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে। আলাদা দিনে হলে বিপুল অর্থ ব্যয় হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব হারাবে।”
তিনি অভিযোগ করে বলেন,
“আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সমর্থন দিয়েছি, তারাই এমন ব্যবস্থা নিচ্ছে যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।”
বিএনপি মহাসচিব আরও বলেন,
“আমরা নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।”
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আসুন—যে ত্যাগ আমাদের নেতাকর্মীরা করেছেন, শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত করি।”
