মেসির জোড়া গোল, ইতিহাস গড়ে প্রথমবার কনফারেন্স সেমিফাইনালে ইন্টার মায়ামি

lionel messi inter miami

প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর শেষ ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মায়ামি। জোড়া গোল করেছেন লিওনেল মেসি, আরেকটিতে করেছেন সহায়তা।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছিল মায়ামি। ম্যাচের ১০ মিনিটে নাশভিলের ম্যাথিউ কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে গোল করেন মেসি। এরপর ৩৯তম মিনিটে জর্দি আলবা ও মাতেও সিলভেত্তির পাস বিনিময়ে পাওয়া বলে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। এটি মেসির ক্যারিয়ারের ৮৯৪তম গোল।

দ্বিতীয়ার্ধে আরও দু’বার জালে বল পাঠান তাদেও আলেন্দে। ৭৩ মিনিটে আলবার পাস থেকে প্রথমটি, আর ৭৫ মিনিটে মেসির চিপ করা বল থেকে দ্বিতীয়টি করেন এই মিডফিল্ডার। এতে মেসি স্পর্শ করেন তাঁর ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্টের মাইলফলক।

এই জয়ে নাশভিলকে বিদায় জানিয়ে ইন্টার মায়ামি জায়গা করে নিয়েছে কনফারেন্স সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। কনফারেন্স ফাইনালে ওঠার লড়াই হবে ২২ বা ২৩ নভেম্বর।

ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের অর্জনেই বেশি খুশি মেসি। গত বছর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মায়ামি, এবার ইতিহাস গড়ে সেমিফাইনালের মঞ্চে তারা।