এনআইডি বয়স সংশোধন মাঠপর্যায়ে নয়, কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনছে ইসি

NID

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে বয়স সংশোধনের বিষয়টি মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি।

সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর বলেন,

“বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে আনা হবে। তবে অন্যান্য ফিল্ডের কারেকশন আগের মতোই মাঠপর্যায়ে থাকবে।”

তিনি জানান, এনআইডি সংশোধনের মাত্রা অতিমাত্রায় বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে বা ‘অপরাধী দৃষ্টিভঙ্গি’তে তথ্য পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা গেছে। ডাটাবেজ সুরক্ষায় এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধন প্রক্রিয়া কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

হুমায়ুন কবীর আরও বলেন,

“আমরা দেখছি কিছু মানুষ বিপদগ্রস্ত না হয়েও অপরাধমূলক উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের চেষ্টা করছে। ডাটাবেজ রক্ষার স্বার্থে এই প্রক্রিয়া কঠোর করা ছাড়া আর কোনো উপায় নেই।”

তিনি আরও জানান, শুধু বয়স সংশোধন নয়, নতুন এসওপিতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে:

  • সংশোধনের প্রতিটি ফিল্ডের জন্য নির্দিষ্ট করণীয় নির্ধারণ
  • দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তি
  • দালিলিক প্রমাণ জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ

এসব প্রস্তাব নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হবে। কমিশনের চূড়ান্ত অনুমোদন মিললেই নতুন এসওপি কার্যকর করা হবে বলে জানান মহাপরিচালক।