সিলেট টেস্টে ইনিংস জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

bangladesh vs ireland sylhet test

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার পর বোলারদের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে চাপে ফেলেছে টাইগাররা।

তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠাতে এখনও করতে হবে আরও ২১৫ রান।

এর আগে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শান্তের সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ৩০১ রানের লিড নেয় দলটি।

শান্ত ১১৪ বলে ১৪টি চার মেরে ১০০ রান করেন। লিটন ৬৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন। তাদের এই জুটিতে ১০৭ বলে ৯৮ রান যোগ হয় স্কোরবোর্ডে।

এর আগে মাহমুদুল হাসান জয় খেলেন ক্যারিয়ারের সেরা ১৭১ রানের ইনিংস, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। মুমিনুল হকও খেলেন ১৩২ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস।

শান্তের সেঞ্চুরিতে বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে প্রথমবারের মতো টপ অর্ডারের প্রথম চার ব্যাটারই (জয় ১৭১, সাদমান ৮০, মুমিনুল ৮২, শান্ত ১০০) হাফ-সেঞ্চুরির বেশি রান করেন।

আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রিজ ১৭০ রানে ৫ উইকেট নেন, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং।

৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড দ্রুতই বিপদে পড়ে। নাহিদ রানা, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদের বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ৫ উইকেটে ৮৬ রানে দিন শেষ করে দলটি।

তাইজুল ১টি, মুরাদ ২টি এবং নাহিদ রানা ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২৮৬ রান। চতুর্থ দিনে টাইগারদের ইনিংস জয়ের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ (ডি.)
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫