দোহায় রোমাঞ্চকর এক ম্যাচে সুপার ওভারে শক্তিশালী ভারত ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টি–টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৯৪ রান করে ম্যাচ টাই করায় সিদ্ধান্ত গড়ায় সুপার ওভারে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। ২৬ বলে ৪৩ রানে জুটির ইতি ঘটে। ১৪ বলে ২৬ রান করে আউট হন জিশান। এরপর জ্বলে ওঠেন সোহান। মাত্র ৩২ বলে হাফ–সেঞ্চুরি পূর্ণ করে ৪৬ বলে ৬৫ রান করে আউট হন তিনি।
ডেথ ওভারে ঝড় তোলেন এসএম মেহেরব ও ইয়াসির আলি। শেষ ২২ বলে ৬৪ রানের বিস্ফোরক জুটি দলকে নিয়ে যায় ১৯৪ রানের বড় স্কোরে। মেহেরব ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৮* এবং ইয়াসির ৯ বলে ১৭* রানে অপরাজিত থাকেন।
জবাবে ভারত ‘এ’ দলও শুরুটা দারুণ করে। বৈভব সুরিয়াবংশির ১৫ বলে ৩৮ ও প্রিয়ানশা আইয়ারের ২৩ বলে ৪৪ রানে দলকে এগিয়ে নেন তারা। মাঝারিতে অধিনায়ক জিতেশ শর্মা (২৩ বলে ৩৩) ও নেহাল ওয়াধেরা (২৯ বলে ৩২*) ইনিংসটিকে ধরে রাখেন।
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬। রাকিবুল হাসানের শেষ বলে ৩ রান নিয়ে ম্যাচ টাই করে ভারত।
এরপর সুপার ওভারে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে কোনো রান তুলতেই ব্যর্থ হয় ভারত। দুটি উইকেটই নেন রিপন মণ্ডল। জবাবে বাংলাদেশ যদিও প্রথম বলে উইকেট হারায়, তবে পরের বলে ওয়াইডে পাওয়া এক রানই এনে দেয় জয়ের দেখা।
আগামী ২৩ নভেম্বর পাকিস্তান–শ্রীলঙ্কা সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।
