জুলাই বিপ্লবে রামপুরায় ২৮ হত্যা: লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানসহ ৪ জনের অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

ramapura 28 murder case

রাজধানীর রামপুরায় জুলাই বিপ্লব চলাকালে ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে গ্রেপ্তার আসামিদের আইনজীবী মাসুদ সালাউদ্দিন পরবর্তী কার্যদিবসে ভার্চুয়াল উপস্থিতির আবেদন করেন। এসময় ট্রাইব্যুনাল জানতে চান— কোন গ্রাউন্ডে আসামিরা ভার্চুয়ালি হাজির হতে চান। পরে আদালত আগামী ধার্য তারিখে বিষয়টি শুনানির জন্য গ্রহণ করে।

এর আগে, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ইসলাম ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর প্রসিকিউশনের সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করা হয়েছিল।

মামলার পলাতক দুই আসামি হলো—

  • ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম
  • রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান

এদিন পলাতক দুই আসামির অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম এগিয়ে নিতে স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়।