আইসিইউতে বেগম খালেদা জিয়া: দেশবাসীর কাছে দোয়া চাইলেন

Khaleda Zia ICU

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, হৃদ্‌যন্ত্রের পূর্ববর্তী জটিলতার পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় হঠাৎ শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যায়। এ পরিস্থিতিতে চিকিৎসকেরা তাঁকে জরুরি ভিত্তিতে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন।

রোববার রাত আটটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল টিম তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান,
“ওনার বুকে সংক্রমণ হয়েছে। আগের হার্টের সমস্যার সঙ্গে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। হাসপাতালে আনার পর জরুরি পরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।”

অন্য একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবারও মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা আগামী ২৪ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে তাঁর ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ঢাকায় হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।