লিসবনে বড়দিনের আলোকসজ্জার ঝলক, উৎসবের আমেজে মুখর পর্তুগাল রাজধানী

Portugal Christmas light

বড়দিনকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বছরের সবচেয়ে উজ্জ্বল আলোর মৌসুম। শহরের কেন্দ্রীয় এলাকা, বাণিজ্যিক সড়ক ও ঐতিহাসিক স্থাপনা জুড়ে একযোগে বড়দিনের আলোকসজ্জা জ্বলে ওঠার মধ্য দিয়ে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো নগরী।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সুপরিচিত ‘প্রাকা ডো কমেরসিও’ চত্বরে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায় কাউন্টডাউন শেষে শহরের প্রধান বড়দিনের আলোকসজ্জা জ্বলে ওঠে। মুহূর্তেই লাইট শো, ক্রিসমাস সংগীত এবং শীতের আমেজে পুরো এলাকা রূপ নেয় এক উজ্জ্বল রূপকথার শহরে।

এ বছর লিসবনের বড়দিনের সাজ আরও বিস্তৃত ও বৈচিত্র্যময়। রুয়া অগাস্টা, রুয়া গ্যারেট, অ্যাভেনিডা দা লিবারদাদে এবং বাক্সিয়া অঞ্চলজুড়ে স্থাপন করা হয়েছে হাজারো এলইডি লাইটের বিশেষ ইনস্টলেশন, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও ব্যাপকভাবে আকর্ষণ করছে।

উৎসবের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগও নজর কাড়ছে। শহরের সকল আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে শক্তি সাশ্রয়ী এলইডি লাইট, যা কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী। এ ছাড়াও বিভিন্ন স্থানে পুনর্ব্যবহৃত সাজসজ্জার উপকরণ ব্যবহারের মাধ্যমে নগর প্রশাসন টেকসই উৎসব আয়োজনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

লিসবনজুড়ে বড়দিনের এই আলোকসজ্জা চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা পুরো মৌসুমজুড়ে দর্শনার্থীদের এক উৎসবমুখর অভিজ্ঞতা উপহার দেবে।