বাসস্থান অনুমতি নবায়নের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে AIMA-র হাতে হস্তান্তর

AIMA

বাসস্থান অনুমতির অনলাইন নবায়নসহ সমস্ত কার্যক্রমের দায়িত্ব এখন আনুষ্ঠানিকভাবে অভিবাসন ও আশ্রয় সংস্থা AIMA-র হাতে হস্তান্তর হলো। রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটে বলা হয়েছে, “নতুন ব্যবস্থাটি আংশিকভাবে বর্তমান প্রথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ আইনগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়ায় এই সমাধান কার্যকর হবে বলে আশাবাদী। এই বিবেচনায় রাষ্ট্রপতি ক্ষমতা হস্তান্তর কার্যকরকারী সরকারি ডিক্রি অনুমোদন করেছেন।”

গত ১ আগস্ট থেকে আবাসিক পারমিটের অনলাইন নবায়নের দায়িত্ব কেবলমাত্র AIMA-র আওতায় এসে যায়, যা এতদিন ইনস্টিটিউট অব রেজিস্ট্রি অ্যান্ড নোটারি (IRN) পরিচালনা করত।

নতুন ডিক্রি কার্যকর হওয়ায় এখন সরাসরি (ইন-পারসন) সেবাও AIMA প্রদান করবে, অর্থাৎ বাসস্থান অনুমতি নবায়নের পুরো প্রক্রিয়াই একক সংস্থার অধীনে চলে গেল। এর মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।