ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩ ব্যক্তির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত। আদালত তিন মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন।
পৃথক তিন মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হলেও কার্যত ব্যক্তি হিসেবে সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী, সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তারা এসব মামলার আসামি।
দুদক গত জানুয়ারিতে প্লট বরাদ্দের অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করেছিল। এর মধ্যে তিনটির রায় আজ ঘোষণা হলো।
এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেয়।
