‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন স্থগিতের পরিকল্পনা করছেন ট্রাম্প

Donald Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশকে তিনি ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে বিবেচনা করছেন, সে তালিকা প্রকাশ করেননি।

ওয়াশিংটনে একজন আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার ঘটনার পরদিন গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এই ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ট্রাম্প লিখেছেন,
“যুক্তরাষ্ট্রের ব্যবস্থা সম্পূর্ণ স্থিতিশীল করতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।”

তিনি আরও হুমকি দেন, তাঁর পূর্বসূরি জো বাইডেনের সময়ে অনুমোদিত “লাখ লাখ অভিবাসনের সুযোগ বাতিল” করা হবে। দেশটির জন্য “প্রকৃত সম্পদ নন”—এমন কাউকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা করে যে ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশ থেকে আসা নাগরিকদের গ্রিনকার্ড নতুন করে পরীক্ষা–পর্যালোচনা করা হবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS)-এর প্রধান জোসেফ এডলো জানান, প্রেসিডেন্ট এসব দেশের প্রতিটি গ্রিনকার্ডধারীর তথ্য কঠোরভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের নতুন বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার ও অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এই নীতি অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণের ইঙ্গিত দেয়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত প্রয়োজনীয়।