খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, ঢাকায় পৌঁছাবেন জোবাইদা রহমান আজ সকালেই

national unity call khaleda zia

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে। এর অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকায় পৌঁছে জোবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে—কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ দুপুরেই মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত মত দেবে।

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৬ জনের একটি বিশেষ মেডিকেল ও পরিচর্যা দল। দলের সদস্যদের মধ্যে রয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, সৈয়দা শমীলা রহমান (কোকোর স্ত্রী), হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক ও মাসুদার রহমান। পরিচর্যায় থাকবেন ফাতেমা বেগম ও রুপা শিকদার।

পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

এদিকে তাঁর চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থান করছেন। তারা গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরামর্শ দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় এবং এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।