মহাকাশ থেকে তোলা ঝলমলে মক্কার ছবি ভাইরাল—উজ্জ্বল আলোয় দেখা গেল পবিত্র কাবা

Kaaba from space

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিট মহাকাশ থেকে তোলা একটি বিস্ময়কর ছবি শেয়ার করার পর তা ইন্টারনেটে ব্যাপক আলোড়ন তুলেছে। রাতের আঁধারে তোলা ছবিটিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগর আলোকোজ্জ্বল হয়ে ফুটে উঠেছে, আর সেই আলোচক্রের কেন্দ্রেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে পবিত্র কাবা।

পৃথিবীর কক্ষপথে প্রায় ৪০০ কিলোমিটার উঁচু থেকে ছবিটি ধারণ করেন নভোচারী পেটিট। তাঁর তোলা ছবিতে মক্কার চারদিকে শহরের আলো ঝলমলে নকশায় ছড়িয়ে আছে, যার কেন্দ্রস্থলে উজ্জ্বল সাদা একটি আলোকবিন্দু চোখে পড়ে। তিনি জানিয়েছেন, সেটি হলো মাসজিদুল হারামের বুকে অবস্থিত কাবা শরিফ—যা মহাকাশ থেকেও উজ্জ্বলভাবে দৃশ্যমান।

ডন পেটিট তাঁর X (টুইটার) অ্যাকাউন্টে ২ ডিসেম্বর ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন—
“মহাকাশের কক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কা নগরীর ছবি। মাঝের উজ্জ্বল ছোট অংশটি হলো কাবা শরিফ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও দেখা যায়।”

ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ভক্তি ও আবেগের সাড়া পড়ে। অনেকেই মন্তব্য করে লিখেছেন—পৃথিবীর বুকে কাবার মহিমা যেমন অপরিসীম, মহাকাশ থেকেও তার আলো ছড়িয়ে পড়ছে সমানভাবে।