দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের ব্যবসায়ী আমিনুল ইসলাম নিহত

tangail businessman aminul killed south africa

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক প্রবাসী ব্যবসায়ী। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।

আমিনুল ইসলাম সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে লিস্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে নিজস্ব ব্যবসা পরিচালনা করতেন।

৬টি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মাথায় লক্ষ্য করে টানা ছয়টি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আমিনুল।

নিহতের চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মেজো। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

গোড়াইল গ্রামের বাসিন্দা ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক সপ্তাহের মধ্যে মরদেহ দেশে পাঠানো হবে।

গ্রামে শোকের ছায়া

আমিনুলের মৃত্যুসংবাদে গোড়াইল গ্রাম ও পরিবারজুড়ে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।