খালেদা জিয়ার চিকিৎসায় ব্যস্ত তারেক রহমান, তফসিলের পর দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত

tarek rahman

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনা করে মায়ের চিকিৎসা ব্যবস্থাপনায় তিনি সার্বক্ষণিক যুক্ত রয়েছেন বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানায়, খালেদা জিয়ার অবস্থা জটিল হওয়ায় লন্ডনে স্থানান্তরের প্রস্তুতিও চলছে। এ উদ্দেশ্যে কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ও চীনের কয়েকজন অভিজ্ঞ চিকিৎসককে ঢাকায় আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের দেশে না ফেরাকে ঘিরে বিভিন্ন গুজব এবং সমালোচনা ছড়ালেও ঘনিষ্ঠ সূত্র বলছে, এসব প্রচারকে গুরুত্ব না দিয়ে তিনি মায়ের চিকিৎসাকেই অগ্রাধিকার দিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসা সুষ্ঠুভাবে নিশ্চিত করেই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে তারেক রহমান জানিয়েছেন, তফসিল ঘোষণার পরপরই তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত। তবে এর আগে খালেদা জিয়ার চিকিৎসা ও লন্ডনে নেওয়ার প্রস্তুতিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী লন্ডনে চিকিৎসা শুরু করা গেলে দ্রুতই দেশে ফিরবেন। আর যদি যাত্রা বিলম্ব হয়, তাহলেও তফসিল ঘোষণার পর দেশে ফিরে আসবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,
“তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
“তিনি যথাসময়ে দেশে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন।”