পর্তুগাল প্রবাসী বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর, লিসবনের রাধুনি রেস্টুরেন্টে পর্তুগাল জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল পর্তুগাল বিএনপি, পর্তুগাল জাতীয়তাবাদী যুবদল, পর্তুগাল জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, এবং পর্তুগাল জাতীয়তাবাদী জাসাস -এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের। এই সমাবেশ প্রমাণ করে, প্রতিকূলতার মধ্যেও প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন পর্তুগাল জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সিনিয়র নেতা কারী সায়েম আহমেদ। তাঁর সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত এবং মোনাজাত পরিচালনা পুরো অনুষ্ঠানে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। দোয়া মাহফিলে আগত নেতাকর্মীরা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে মোনাজাতে শরিক হন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা। তার দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চলমান চিকিৎসার কথা উল্লেখ করে নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে সম্মিলিতভাবে মোনাজাতে অংশ নেন। পর্তুগাল যুবদলের সিনিয়র নেতা জাবেদ হক বলেন,
“দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক খালেদা জিয়ার সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা। প্রবাসে থেকেও আমরা তার দ্রুত আরোগ্যের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
এছাড়া অনুষ্ঠানে পর্তুগাল যুবদলের সিনিয়র নেতা জাবেদ হক–এর দেশে যাত্রা উপলক্ষে তার নিরাপদ সফর, সুস্বাস্থ্য ও সফলতার জন্যও দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বক্তব্যে প্রবাসে সংগঠনের ঐক্য ও সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, এমন ধর্মীয় ও মানবিক উদ্যোগ প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করে।
যুবদল নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও তারা দলের প্রতিটি কর্মসূচিতে একযোগে কাজ করে যাবেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
