ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে নতুন দিকনির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। ওয়ার্ক ভিসা আবেদনকারীদের উদ্দেশে সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষয়ে যেসব প্রশ্ন দূতাবাসে আসছে, তার উত্তরে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মনে করিয়ে দেওয়া হচ্ছে।
দূতাবাস জানায়, যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা নুলাওস্তা (Nulla Osta) আছে, তাদের ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ইতালিতে নিয়োগকর্তা সরবরাহ করা বৈধ নুলাওস্তার কপি আপলোড করতে হবে।
নিবন্ধনের পর দূতাবাস নুলাওস্তার সত্যতা যাচাই করবে এবং কয়েক দিনের মধ্যেই আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে বলে জানানো হয়।
অন্যদিকে, যাদের নুলাওস্তা ২০২৩ বা ২০২৪ সালে ইস্যু করা, তাদেরকে ইতালিয়ান ইমিগ্রেশন অফিসের পর্যালোচনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা সম্পন্ন হলে ভিএফএস গ্লোবাল নিজ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবে।
দূতাবাসের এই নির্দেশনা ইতালিতে বৈধভাবে কর্মসংস্থানের জন্য অপেক্ষমাণ হাজারো বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।
