ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে তার শারীরিক অবস্থার উন্নতির সুখবর দিয়েছেন বড় ভাই ওমর ফারুক।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, শরিফ ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। আগের তুলনায় তার হৃদপিণ্ড আরও ভালোভাবে কাজ করতে শুরু করেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট হঠাৎ বেড়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ওমর ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় বেশ কিছু ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা আগের চেয়ে উন্নত হয়।
তিনি আরও জানান, হাদির অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
