রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজুর রহমান

IPL Mustafiz

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)।

নিলামে মোস্তাফিজকে পেতে শুরুতে লড়াই করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তি মূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কেকেআর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

আইপিএল নিলামে এটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা বর্তমান ডলার-রুপি বিনিময় মূল্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি।

মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে আইপিএলে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন। এবার সেই রেকর্ড বহু গুণ ছাড়িয়ে গেলেন তিনি।

এই নিয়ে আইপিএলের ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার।