শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

hadi Singapure

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

আজ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখে আসেন। পরিদর্শন শেষে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শরিফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন রয়ে গেছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগে নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে শরিফ ওসমান হাদি পরিচিত। তার অসুস্থতার খবরে দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।