চলে গেলেন জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ওমর হাদি।
এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজেও তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে একটি অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও বিপ্লবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার অনুসারী ও বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
