দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে উগ্র আচরণ, হাইকমিশনারকে হুমকি

Delhi Bangladesh High Commission

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের মূল গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার একটি ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে কথা বলছিলেন।

তিনি বলেন, এ সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দেন। পরে তারা মূল গেটের সামনে এসে আবারও কিছুক্ষণ চিৎকার করে সেখান থেকে চলে যান।

প্রেস মিনিস্টার আরও জানান, ওই সময় কোনো ধরনের শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তারা কোনো কিছু ছোড়াছুড়িও করেননি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. ফয়সাল মাহমুদ বলেন, “হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিল—‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’ তবে এগুলো ছিল কথাবার্তা ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ। কোনো শারীরিক হামলা হয়নি।”

ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।