খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

Khulna NCP head shoot

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান,
“এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

প্রাথমিকভাবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এনসিপির শীর্ষ নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।