মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে চ্যানেল নাইনে প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘নাইন সংলাপ’-এ অংশ নিয়ে নিলুফার চৌধুরী মনি শহীদ ওসমান হাদিকে উদ্দেশ করে বলেন,
“হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই।”
তার এই মন্তব্য প্রচারের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনুষ্ঠানটির সঞ্চালক আব্দুন নূর তুষার তাৎক্ষণিকভাবে আলোচকদের হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য না করার অনুরোধ জানান।
পরে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মনি দাবি করেন, শহীদ হাদিকে ‘ব্যবহার’ করে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন,
“এত মানুষ সারা দেশ থেকে এলো বা আনা হলো—এটার মধ্যে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে।”
এ বক্তব্যের প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি বলেন,
“হাদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা ছিলেন না। তিনি দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করেছেন।”
তিনি আরও বলেন,
“তার জানাজায় যারা উপস্থিত ছিলেন, তারা কোনো রাজনৈতিক দলের ডাকে নয়—একজন মানুষ ওসমান হাদির প্রতি সম্মান জানাতেই এসেছিলেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আব্দুল মান্নান, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির মন্তব্যটিকে ‘অমর্যাদাকর’ উল্লেখ করে তা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন,
“একজন দায়িত্বশীল রাজনৈতিক নেত্রীর কাছ থেকে এমন বক্তব্য অনভিপ্রেত। বিএনপির উচিত এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা।”
আপ-বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর রাফে সালমান রিফাতসহ আরও অনেকে মনির বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
