চিত্রনায়ক রিয়াজ কি সত্যি মারা গেছেন?

Riaz death rumor

বুধবার দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজের মৃত্যুর গুজব। একাধিক পোস্টে তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং কিছু ব্যবহারকারী মৃত্যুর খবর ছড়িয়ে দেন। বিষয়টি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েন রিয়াজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

তবে রিয়াজের পরিবার জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অভিনেতা জীবিত এবং সুস্থ আছেন।

রিয়াজের পরিবারের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমকে জানানো হয়, ‘রিয়াজ বেঁচে আছেন এবং ভালো আছেন।’ রিয়াজের স্ত্রী স্পষ্ট করে বলেন, “এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।”

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কার্যত লোকচক্ষুর আড়ালে চলে যান নায়ক রিয়াজ। এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি কিংবা চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। পাশাপাশি তার ব্যক্তিগত মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এসব কারণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এবং ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে এই অভিনেতা সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হলেও রাজনীতিতে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং নিয়মিত বক্তৃতা দেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বিটিভি ও এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন রিয়াজ। পাশাপাশি আলোচিত ও বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা যায়।

তবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সব ধরনের প্রকাশ্য ও অনলাইন যোগাযোগ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন এই অভিনেতা। ফলে তার অনুপস্থিতিকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।