দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বাবা, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেরেবাংলা নগরের শহীদ জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান। পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত শেষে তিনি নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। দীর্ঘদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে আবেগ ধরে রাখতে পারেননি অনেক নেতাকর্মীও।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।
তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও শহীদ জিয়ার মাজার এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর ঢল নামে। ব্যানার-ফেস্টুন হাতে উপস্থিত নেতাকর্মীদের কারণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
