শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। একই স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল। এ সময় শহীদ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন তারেক রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তারেক রহমানকে অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
কবর জিয়ারত ও মোনাজাত শেষে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
