১৮তম ওভারে মেহেদী হাসান রানার হ্যাটট্রিকে স্তব্ধ হয়ে যাওয়া সিলেটের গ্যালারি শেষ ওভারে রূপ নেয় উৎসবের মাঠে। শেষ ওভারে ১৩ রানের কঠিন সমীকরণ নেমে আসে শেষ বলে ১ বলে ২ রানে—আর সেই অসম্ভবই সম্ভব করে সিলেট টাইটানস।
এই নাটকীয় জয়ের পেছনে বড় অবদান ইথান ব্রুকসের। সাব্বির হোসেনকে এক ছক্কা ও এক চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনিই। তবে পঞ্চম বলে রানআউট হয়ে ফেরার পর আবার উত্তেজনা চরমে ওঠে। শেষ পর্যন্ত সাব্বির হোসেনের দেওয়া একটি ওয়াইড ও শেষ বলে লেগ বাই থেকে পাওয়া দুই রানেই ১৪৩ রান ১ উইকেট হাতে রেখে নোয়াখালী এক্সপ্রেসকে হারায় সিলেট টাইটানস।
এর আগে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। ৩৪ রানের মধ্যেই ৩ উইকেট হারায় দলটি। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে পারভেজ হোসেন ইমন ৬৫ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। পারভেজ ৪১ বলে ৬০ রান করেন, যা এই ম্যাচে তার দ্বিতীয় ধারাবাহিক ফিফটি।
কিন্তু ম্যাচ তখনও সিলেটের জন্য সহজ ছিল না। ১১৭ রানে ৩ উইকেটের পর হঠাৎ করেই ব্যাটিং ধস নামে। মাত্র ৮ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সিলেট। নোয়াখালীর বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ১৮তম ওভারের শেষ তিন বলে মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে আউট করে টি–টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের নবম হ্যাটট্রিক পূর্ণ করেন। এতে হারের শঙ্কা ঘনিয়ে আসে সিলেট শিবিরে।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ১৩ রান। উইকেটে ছিলেন ইথান ব্রুকস ও মোহাম্মদ আমির। সাব্বির হোসেনের করা প্রথম দুই বল ডট হলেও তৃতীয় বল নো হওয়ায় ম্যাচ আবার ঘুরে যায়। ফ্রি হিটে ছক্কা এবং পরের বলে চার মারেন ব্রুকস।
শেষ দুই বলে দরকার ছিল ২ রান। কিন্তু তখনই রান নিতে গিয়ে রানআউট হন ব্রুকস। ১৩ বলে ১৬ রান করে ফেরেন তিনি। শেষ বলে সালমান ইরশাদ ব্যাটে না লাগলেও লেগ বাই থেকে প্রয়োজনীয় রান তুলে নেয় সিলেট। নোয়াখালীর এলবিডব্লিউ রিভিউ ব্যর্থ হলে সিলেট গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই শূন্য রানে আউট হন। অধিনায়ক সৈকত আলী ২৯ বলে করেন ২৪ রান। মাহিদুল ৫১ বলে ৬১ রান করলেও ইনিংসটি ছিল মন্থর। জাকের আলী ১৭ বলে ২৯ রান করে সর্বোচ্চ স্ট্রাইক রেট দেখান।
সিলেটের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত টানা দ্বিতীয় ম্যাচ হেরে যায় নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে দুই ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় সিলেট টাইটানস।
