অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

National Board of Revenue

দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

এর আগে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আয়কর আইন অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত থাকে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচন সামনে রেখে করদাতাদের আরও সুযোগ দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের প্রস্তুতির জন্য বাড়তি সময় দেওয়াও প্রয়োজন ছিল।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। যেহেতু প্রথমবার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই সরকার চাইলে সময় বাড়াতে পারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন দাখিল করেছেন। গত আগস্ট মাসে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।