শক্তিশালী তুষারঝড় বিপর্যস্ত নরওয়ে–সুইডেন–ফিনল্যান্ড

Snowstorm wreaks havoc in Norway Sweden Finland

ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে শক্তিশালী তুষারঝড় ‘জোহান্নেস’-এর তাণ্ডব অব্যাহত রয়েছে। এই ঝড়ে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই সুইডেনের নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঝড়ের প্রভাবে তিন দেশেই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তীব্র শীতের মধ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। সুইডিশ বার্তাসংস্থা টিটির তথ্য অনুযায়ী, শুধু সুইডেনেই ৪০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

গত রোববার সকালের পর থেকে ঝড়ো বাতাসের তীব্রতা কিছুটা কমলেও আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রচণ্ড শীত এখনও অব্যাহত আছে। ঝড়ের কারণে গত শুক্রবার থেকে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে শত শত ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনআরকের খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নর্ডল্যান্ডে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত এই অঞ্চলে ২ শতাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং প্রায় ২৩ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন রয়েছে।

ফিনল্যান্ডে এই ঝড়কে ‘হান্নেস’ নাম দেওয়া হয়েছে। নরওয়ে ও সুইডেনের মতো ফিনল্যান্ডেও রোববারের পর থেকে ঝড়ের তীব্রতা কিছুটা কমেছে। তবে ফিনিশ টেলিভিশন চ্যানেল ইয়েলে জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার পরও দেশটিতে ৬০ হাজারের বেশি বাড়ি এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং জরুরি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।