খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের শীর্ষ প্রতিনিধিরা

international delegation Banglades

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ইসহাক দার তার পোস্টে জানান, বুধবার ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের অংশ নেওয়ার তথ্য জানানো হয়েছিল। তবে পরবর্তীতে জানা যায়, একযোগে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের কারণে ইসহাক দারের ব্যস্ততা থাকায় তার পরিবর্তে স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় আসছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিশেষ সফরে ঢাকা আসবেন। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে রাজধানীতে কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।