নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পরও বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে নেওয়া এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটাঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও।
ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএলে না রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এই প্রেক্ষাপটে বিশ্বকাপ চলাকালে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা নিরাপদ থাকবেন—এ নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের কাছে।
সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমিনুল ইসলাম বলেন,
“টুর্নামেন্টটি আয়োজন করছে আইসিসি, ভারত এখানে স্বাগতিক মাত্র। আমাদের যদি কোনো বিষয়ে যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে তা আইসিসির সঙ্গেই করা হবে।”
উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ স্বাগতিক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এ অবস্থায় বাংলাদেশও কি আইসিসির কাছে একই ধরনের কোনো অনুরোধ জানাবে—এমন প্রশ্নের জবাবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন,
“কোনটি উপযুক্ত ভেন্যু হবে, সেটি আইসিসিই নির্ধারণ করবে।”
এদিকে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পর কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়। তবে বিসিবি বলছে, এখন পর্যন্ত তারা বিসিসিআইয়ের কাছ থেকে এ বিষয়ে কোনো লিখিত বা আনুষ্ঠানিক বার্তা পায়নি।
সব মিলিয়ে, মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলের সিদ্ধান্ত শুধু একটি ফ্র্যাঞ্চাইজি ইস্যুতেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটেও, বিশেষ করে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
