যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনার সৃষ্টি হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ মাদুরোর ওই ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমা–তে অবস্থান করতে।
প্রকাশিত ছবিতে ধূসর রঙের পোশাক পরা মাদুরোকে হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোনের মতো একটি ডিভাইস পরানো রয়েছে।
তবে ছবিতে মাদুরোর স্ত্রী ও ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ফলে তিনি মাদুরোর সঙ্গে একই স্থানে আছেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরোর আটক হওয়ার বিষয়টি ঘিরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এই ছবি প্রকাশের মাধ্যমে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
