মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটানো’ ভিডিও প্রকাশ

maduroperpwalkvide

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।

ভিডিওটির ওপর স্পষ্টভাবে লেখা রয়েছে— ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ এবং ‘পার্প ওয়াক (Perp Walk)’, যা সাধারণত গ্রেপ্তারকৃত অপরাধীদের জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভিডিওতে দেখা যায়, কালো রঙের হুডি পরিহিত নিকোলা মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডোরের নীল কার্পেটে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’—যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে।

ভিডিওর এক পর্যায়ে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ জানাতে দেখা যায়। তবে ভিডিওটির উপস্থাপন ও প্রতীকী বার্তা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ভিডিও প্রকাশ কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে এবং এটি ভেনেজুয়েলা সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কড়া রাজনৈতিক অবস্থানেরই প্রতিফলন। এখন পর্যন্ত এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।