টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় গতকাল রাতেই বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। সে সময় অধিকাংশ পরিচালকই কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন। তবে পরবর্তীতে সরকারের মনোভাব জানার পর বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে এবং আজকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’
এরপর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
উল্লেখ্য, উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বে বাংলাদেশের আরও তিনটি ম্যাচ নির্ধারিত রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে।
এর আগে আজ সকালেই বিসিবি লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে।
