মোস্তাফিজ ইস্যুতে চুপ করে বসে থাকার উপায় নেই, প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে : তথ্য উপদেষ্টা

Mustafizur Rahman IPL

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়াস্বরূপ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আইনি ভিত্তি ও প্রক্রিয়া পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

উল্লেখ্য, পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা থাকলেও ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড—বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খেলাকে যদি খেলার জায়গায় রাখা যেত, তাহলে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। সাধারণত দুটি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে সেই দূরত্ব কমানো যায়। এখানে ঠিক উল্টোটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাঁকে না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মনে আঘাত দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই করছি। চুপ করে বসে থাকার উপায় নেই; আমাদের একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আরও স্পষ্ট করে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘আইনি ভিত্তিটা কোন পথে, কীভাবে সিদ্ধান্ত নিতে হবে—সেগুলো পর্যালোচনা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ছাড়া সভায় তিনি জাতীয় নির্বাচনের আগে সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রণয়নের চেষ্টা করার কথাও জানান। জাতীয় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি এখন অবান্তর।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।