আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’ অনুষ্ঠিত

as sunnah remittance warriors workshop

আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে প্রবাসীদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’। এতে দেশের ৫৪টি জেলা থেকে বিশ্বের ৪৬টি দেশে কর্মরত সাড়ে চার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

পঞ্চগড়, কুড়িগ্রাম, পটুয়াখালী, সাতক্ষীরাসহ দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চল থেকে আগত প্রবাসীদের সরব উপস্থিতিতে কর্মশালাটি এক অনন্য মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের মতে, প্রবাসীদের এই বিপুল আগ্রহ ও আন্তরিক অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের বিভিন্ন বাস্তব সমস্যা চিহ্নিত করা, তাদের করণীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সচেতনতা তৈরি করা। কর্মশালায় অভিবাসন প্রক্রিয়া, কর্মসংস্থান, আর্থিক ব্যবস্থাপনা, আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা আলোচনা করেন।

এ ছাড়া প্রবাসীদের পরিবার পরিচালনা ও দূর থেকে সন্তান লালন-পালন বা রিমোট প্যারেন্টিং বিষয়ে একটি আলাদা পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় দিকগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

দর্শকদের মতামত পর্বে ফেনী জেলার সৌদি আরবপ্রবাসী মনিরুজ্জামান আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার জন্য। এ সময় উপস্থিত প্রবাসীরা উচ্চস্বরে তার প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী অনেক প্রবাসী জানান, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ ধরনের আয়োজন এর আগে কোথাও হয়েছে বলে তাদের জানা নেই। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মশালা আয়োজনের দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য জনকল্যাণমূলক ও সচেতনতামূলক এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।