টসের সময় হাত না মেলানো অনিচ্ছাকৃত, ব্যাখ্যা দিল বিসিবি

u19 world cup india bangladesh

জিম্বাবুয়ের বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত না মেলায় তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে ব্যাখ্যা দিয়েছে।

বিসিবি জানায়, বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম এদিন অসুস্থ বোধ করায় টস করতে মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে টসে অংশ নেন সহ–অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে জাওয়াদের করমর্দন না হওয়াটা ক্রিকেটীয় রীতির ব্যত্যয় হিসেবে দেখা হয়।

এ প্রসঙ্গে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ–অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক অসাবধানতার ফল। এতে কোনো ধরনের অসম্মান বা অশোভন আচরণের অভিপ্রায় ছিল না।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা বাংলাদেশের জন্য সব পর্যায়েই মৌলিক নীতি। এ কারণে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াসুলভ আচরণ বজায় রাখার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভেতর একটি শীতলতা বিরাজ করছে। ভারতে নিরাপত্তাশঙ্কার কারণে আসন্ন আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার সিদ্ধান্তের বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

অনেকে এই ‘হাত না মেলানো’ ঘটনাকে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে ভারতের ‘নো হ্যান্ডশেক’ অবস্থানের সঙ্গে তুলনা করছেন। যদিও বিসিবির বক্তব্য অনুযায়ী, বুলাওয়ের ঘটনাটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বার্তার বহিঃপ্রকাশ নয়, বরং একটি অনিচ্ছাকৃত ভুল।