ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট রুট ইস্যু পৌঁছাল ব্রিটিশ পার্লামেন্টে, ২৫ এমপির সমর্থন

UK Parliament Bangladesh flight

ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট রুট পুনর্বহালের দাবিতে লড়াই এবার পৌঁছে গেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের সর্বোচ্চ মঞ্চ হাউস অব কমন্সে। যা শুরু হয়েছিল একটি কমিউনিটি-ভিত্তিক আন্দোলন হিসেবে, তা এখন রূপ নিয়েছে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ইস্যুতে।

আজ হাউস অব কমন্সে বিষয়টি উত্থাপন করেন রচডেলের এমপি পল ওয়াহ। তিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পাশে দাঁড়িয়ে ম্যানচেস্টার–সিলেট রুট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। তাঁর এই উদ্যোগ আন্দোলনকারীদের জন্য বড় ধরনের শক্তি ও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ২৫ জন এমপি এই দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন এবং খুব শিগগিরই আরও এমপি এই প্রচারণায় যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এতে আন্দোলনের গতি ও প্রভাব দ্রুত বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আন্দোলনকারীরা বলছেন, এই রুটটি শুধু একটি ফ্লাইট নয়—এটি উত্তর ইংল্যান্ডে বসবাসরত হাজারো ব্রিটিশ বাংলাদেশির জন্য একটি অত্যাবশ্যক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে এই রুটের গুরুত্ব অপরিসীম।

এই পরিস্থিতিতে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন আন্দোলনের নেতারা। তাঁদের ভাষ্য, ম্যানচেস্টার–সিলেট রুট বাতিলের সিদ্ধান্ত ছিল একটি ভুল সিদ্ধান্ত। কমিউনিটি এখন ঐক্যবদ্ধ, সংগঠিত এবং দৃঢ়প্রতিজ্ঞ—এই রুট পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

হাউস অব কমন্সে বিষয়টি উত্থাপনের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, ম্যানচেস্টার–সিলেট রুট ইস্যু আর উপেক্ষা করার সুযোগ নেই। এটি এখন শুধু প্রবাসী কমিউনিটির দাবি নয়, বরং যুক্তরাজ্যের জাতীয় আলোচনার অংশ হয়ে উঠেছে।