চমকের পর চমক দেখিয়ে চলেছে বিপিএলের দল সিলেট টাইটান্স। ক্রিস ওকসকে দলে নেওয়ার পর এবার আরও এক ইংলিশ সুপারস্টারকে স্কোয়াডে ভিড়িয়েছে তারা। প্লে-অফের ঠিক আগমুহূর্তে সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার স্যাম বিলিংস।
জানা গেছে, ওকস ও বিলিংস—দুজনের সঙ্গেই আগেই যোগাযোগ চালিয়ে যাচ্ছিল সিলেট টাইটান্স। ক্রিস ওকস ইতোমধ্যে দলে যোগ দিলেও স্যাম বিলিংস ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। সেখানে তিনি সিডনি থান্ডারের হয়ে খেলছিলেন।
তবে বিগ ব্যাশে সিডনি থান্ডারের অভিযান খুব একটা ভালো হয়নি। ১০ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে লিগ পর্ব শেষ করেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। ফলে বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ পেয়ে যান বিলিংস, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে টেনে নেয় সিলেট টাইটান্স।
এর আগেই ইংলিশ অলরাউন্ডার মঈন আলী দলে যোগ দেওয়ার পর সিলেটের পারফরম্যান্সে আসে দৃশ্যমান পরিবর্তন। এখন ওকস ও বিলিংস যুক্ত হওয়ায় প্লে-অফে আরও শক্তিশালী রূপে মাঠে নামতে যাচ্ছে দলটি।
ইতোমধ্যে লিগ পর্বের সব ম্যাচ শেষ করেছে সিলেট টাইটান্স। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী এলিমিনেটর ম্যাচ খেলতে হবে দলটিকে। আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে সিলেট টাইটান্স। সেই ম্যাচে মঈন আলী, ক্রিস ওকস ও স্যাম বিলিংস—এই তিন ইংলিশ তারকাকেই একসঙ্গে দেখা যেতে পারে।
