ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে দেশটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছে বাংলাদেশ। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো বাস্তব উন্নতি হয়নি। ফলে বাংলাদেশ দলের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে ক্রিকেটারদের মতামত ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা বলেন,
“ভারতের নিরাপত্তা পরিস্থিতির এমন কোনো উত্তরণ হয়নি, যাতে নিশ্চিন্তে বাংলাদেশ দল সেখানে গিয়ে খেলতে পারে। নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”
এর আগে গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় চেয়ে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি বিসিবিকে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দিলেও আজকের যৌথ আলোচনার পর সরকার ও বিসিবি একই অবস্থানে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।
ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান,
“আমরা এখনো চাই ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হোক। নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা যাবে না। এ অবস্থান নিয়েই আমরা আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাব।”
বাংলাদেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন আইসিসি বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা ও বিকল্প ভেন্যুর দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।
